নাক কান গলা

Awesome Image

নাক কান গলা

ঠান্ডা-কাশির সমস্যায় আক্রান্ত হননি এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। এসব বেশ সাধারণ সমস্যা ছাড়াও নাক, কান ও গলা সংক্রান্ত নানা রকম গুরুতর সমস্যার সমাধানের বিষয়টি দেখভাল করেন একজন নাক, কান ও গলা ডাক্তার বা ইএনটি বিশেষজ্ঞ।
নাক, কান ও গলার সাধারণ সমস্যা সনাক্ত করা এবং সে অনুযায়ী প্রতিকার হিসেবে ওষুধ পরামর্শ দেওয়া।
টনসিলের সমস্যা সনাক্ত করা এবং প্রয়োজনে টনসিল অপসারণের সার্জারি বা অপারেশন সম্পন্ন করা।
গলার অভ্যন্তরীণ সমস্যার ক্ষেত্রে সার্জারি ও অপারেশন করতে হয়।
কানে কম শোনা, কানের ভারসাম্যহীনতা জনিত সমস্যা এবং জন্মগত কানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যা নির্ণয় করা এবং এর প্রতিকারের পরামর্শ দেওয়া। নাক ডাকা, নাকের পলিপস ও নাক বন্ধ হওয়ার সমস্যার সমাধান দিয়ে থাকেন একজন ইএনটি বিশেষজ্ঞ।
মাইগ্রেনের সমস্যার সমাধান দিয়ে থাকেন এবং এ ধরনের সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ পরামর্শ দিয়ে থাকেন।
থাইরয়েডের সমস্যা থাকলে সার্জারি বা শল্যচিকিৎসার মাধ্যমে তার সমাধান দেন একজন ইএনটি বিশেষজ্ঞ। স্বরযন্ত্রের সমস্যা নির্ণয় করা এবং এর প্রতিকার দেওয়া।

ই-হাসপাতালের নাক কান গলা বিভাগের বিশেষজ্ঞরা,অপসারণের সার্জারি বা অপারেশন , বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সঠিক ও কার্যকর ভাবে করার জন্য বিশেষ ভাবে প্রশিক্ষিত, যার ফলে  ই-হাসপাতালে রোগীরা খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে ওঠেন ।

তাই, নাক কান গলা সমস্যায় বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পেতে আজই  ই-হাসপাতালে আসুন ।

 

keyboard_arrow_up